জাসদের প্রার্থী হলেন যে ১৮১ জন

জাসদের প্রার্থী হলেন যে ১৮১ জন

অনলাইন ডেস্ক

জাসদ থেকে মনোনয়ন চেয়েছেন ৪৫০ জন, চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ১৮১ জন। জোটের দল হিসেবে নৌকা প্রতীকেই নির্বাচন করবে জাসদ। সুযোগ থাকলে বাকিগুলোতে দলীয় মশাল প্রতীকে নির্বাচন করবে বলে জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

আজ শুক্রবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের কর্যালয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতকে  নির্বাচন বানচালের অপচেষ্টা বাদ দিয়ে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস পরিহার করে নির্বাচনে আসার আহ্বান জানানো হয়।

হাসানুল হক ইনু বলেন, বিদেশিরা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ চেয়েছে, কিন্তু এখনো কেউই তফসিল বাতিলের পরামর্শ দেননি। কেউ অস্বাভাবিক কোনো সরকারের প্রস্তাবও করেনি। সভাপতি আরও বলেন, জাসদের দলীয় ১৮১ জনের নাম দেওয়ার পর আরও ক'জন পরে বাড়তে পারে।

আগামী ৩০ তারিখে তাদের নাম ঘোষণা করা হবে। জোটের শরিক হিসেবে দীর্ঘদিন ধরে জাসদ আছে। তাই এবার কঠিন দর কষাকষি হবে। জাসদ সম্মানজনক একটা অবস্থানে থাকবে জাসদ বলে আশাবাদী ইনু।

অনুষ্ঠানে দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনসহ দলীয় সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক