কমতে শুরু করেছে শীতকালীন শাক সবজির দাম

সংগৃহীত ছবি

কমতে শুরু করেছে শীতকালীন শাক সবজির দাম

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন শাক সবজির দাম। ফলে নাগালের মধ্যে থাকায় মৌসুমী সবজির বাজারেও মিলছে ভালো সাড়া। অল্প দামে ভালো সবজি পেয়ে বেজায় খুশি ভোক্তারাও।  

ব্যবসায়ী বলছেন, চট্টগ্রামে উৎপাদিত শাক সবজি বাজারে আসতে শুরু করেছে।

পরিবহন খরচও কম পড়ার কারণে ভোক্তা পর্যায়েও সেভাবে দাম বাড়ছে না। যার কারণে শীতের শুরুতেই আসা এসব শাক সবজির চাহিদাও বেড়েছে বেশি।

সরেজমিনে দেখা গেছে, বাজারে আসতে শুরু করেছে শিম, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লালশাক, পুঁইশাক, পালং শাক, লাউ শাক, শসা, করলা, মুলা। এসব সবজি চাষের জন্য দক্ষিণ চট্টগ্রামে।

নগরের কাজীর দেউড়ি ও চকবাজার কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির মধ্যে ফুলকপি প্রকার ভেদে ৪০-৭০ টাকা, বাঁধা কপি ৪০-৫০ টাকা, টমেটো ১২০ টাকা, আলু ৫০ টাকা থেকে ১২০ টাকা, শিম ৬০ টাকা।

কাজীর দেউড়ি বাজারের ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, চট্টগ্রামে উৎপাদিত সবজির দাম একটু বেশি তবে উত্তরবঙ্গের সবজির দাম কম। চট্টগ্রামে কম উৎপাদন হয় এবং তা সুস্বাদু হয়। কিন্তু অনান্য এলাকার সবজির দাম কম হলেও তা সেভাবে সুস্বাদু না। যার কারণে চট্টগ্রামের সবজির চাহিদা বেশি থাকে, দামও বেশি।

চকবাজারের ব্যবসায়ী মামুনুর রশিদ বলেন, এখন বাজারে শীতের সবজি আসছে। যার কারণে দামও কম আছে। অনান্য এলাকার চেয়ে চট্টগ্রামের সবজি এবার বেশি আসতেছে। যার কারণে আমরাও কম মুনাফায় বিক্রি করতে পারছি। এবারের শীতের সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।  

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক