জাপা-বিএনপির পর আ.লীগে নূরু মন্ডল

নূর মোহাম্মদ মণ্ডল

জাপা-বিএনপির পর আ.লীগে নূরু মন্ডল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রংপুরের পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডল আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে তিনি আওয়ামী লীগে যোগদান করেন বলে সূত্রে জানা গেছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংলাপে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছি, তবে জ্বালাও-পোড়াও করলে ক্ষমা নেই। ভোটার দেখে নয়, জনগণের জন্য উন্নয়ন করেছি।

কোন আসনে জয়লাভ করেছি, কোথায় করিনি সব জায়গায় উন্নয়ন করেছি।

উল্লেখ্য, নূর মোহাম্মদ মণ্ডল ২০০১ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করে শেখ হাসিনাকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি ২০০৮ সালে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দেন। ওই একই বছর বিএনপির পক্ষে সংসদ নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার কাছে হেরে যান।

পরে ২০১৪ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর