মাদারীপুরে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মাদারীপুরে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় মো.ইব্রাহিম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮ দিকের পাঁচ্চরের লাইফকেয়ার হাসপাতাল সংলগ্ন ট্রেন লাইনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইব্রাহিম মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারো রশি গ্রামের মো.হিরু খানের ছেলে। সে মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর (আরএম) উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর বন্ধু রাজু ও জুনায়েদকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বেইলীব্রিজ এলাকায় খিচুরি খেতে যায় ইব্রাহিম। খিচুরি খাওয়া শেষে বাড়ি ফেরার পথে শিকদারকান্দি এলাকায় ট্রেন লাইনে উঠে আড্ডা দেয় তিন বন্ধু। রাত ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রেন এলে দুই বন্ধু ট্রেনলাইন পার হয়ে একপাশে চলে আসে। ইব্রাহিম পার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়।

গুরুতর আহতাবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু রাজু বলেন,'আমরা ট্রেন লাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এমন সময় ট্রেন আসে। আমরা এক পাশ থেকে অন্যপাশে চলে আসি। ইব্রাহিম ট্রেন লাইন পার হতে গিয়ে ট্রেনে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পাথরের উপর পরে যায় সে। '

মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের (আরএম) প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার বলেন, 'ছেলটি খুব নম্র প্রকৃতির ছিল। আমরা সকল শিক্ষক মণ্ডলী তার মৃত্যুতে শোকাহত। '

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান,'রাতে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে পাঁচ্চরের একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ছেলেটি মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি মর্মান্তিক। '

news24bd.tv/কেআই