কীভাবে নিজের সিগনেচার পারফিউম তৈরি করবেন?

প্রতীকী ছবি

কীভাবে নিজের সিগনেচার পারফিউম তৈরি করবেন?

অনলাইন ডেস্ক

সাজপোশাক মানে তো আর সুন্দর জামাকাপড়, জুতো, গয়না নয়। ভিড়ের মধ্যে নজর কাড়তে চাই মন ভাল করা পারফিউম। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা ভুলে যাই অনেক সময়। সুগন্ধ একটি দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।

তাই সঠিক সুগন্ধি ব্যবহার করা জরুরি। কীভাবে নিজের সিগনেচার পারফিউম তৈরি করবেন?

বিলাসিতার একটি ঘ্রাণ হল ফল বা সাইট্রাসের সতেজতা। উৎসবের দিনে কিংবা অফিস ইভেন্ট এই সুগন্ধ আদর্শ। ফ্লোরাল, কস্তুরীর উৎকৃষ্ট সুবাস নারীদের জন্য সেরা।

এর দীর্ঘস্থায়ী সুবাস আত্মবিশ্বাসী করে তুলবে আপনাকে।

পুরুষদের জন্য অ্যাম্বার সুগন্ধি বেশ মানানসই। এই ঘ্রাণ আরামদায়ক পরিবেশ তৈরি করে। ছুটির দিনে এরকম সুন্দর সুগন্ধি আপনার মুহুর্তগুলোকে স্পেশ্যাল করে তুলবে।

দীর্ঘস্থায়ী ঘ্রাণের অভিজ্ঞতার জন্য, আপনার কব্জি, ঘাড় এবং আপনার কানের পিছনের মতো পালস পয়েন্টগুলিতে পারফিউম ব্যবহার করুন। কারণ এই জায়গাগুলি তাপ নির্গত করে, সুগন্ধের বিচ্ছুরণে সহায়তা করে। আপনার পারফিউম বেশিক্ষণ টিকিয়ে রাখতে বডি লোশনের ওপর এটি ব্যবহার করুন।  

news24bd.tv/TR      
  

এই রকম আরও টপিক