কুমিল্লা বোর্ডেও কমেছে পাসের হার ও জিপিএ-৫

কুমিল্লা বোর্ডেও কমেছে পাসের হার ও জিপিএ-৫

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। রোববার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

চলতি বছর কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ। গত বছর যা ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ।

চলতি বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী।

ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ১০ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে, মেয়ে পরীক্ষার্থী ৬৩ হাজার ৬৭০ জন এবং ছেলে ৪৬ হাজার ৯৮৫ জন।

এ বোর্ডে মোট পাস করেছে ৮৩ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে, মেয়ে ৪৯ হাজার ১৫৩ জন এবং ছেলে ৩৪ হাজার ৬১৬ জন। এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন। এর মধ্যে, মেয়ে ৩ হাজার ৫২৩ জন, ছেলে পরীক্ষার্থী ২ হাজার ১৩২ জন।

news24bd.tv/FA