জিম্বাবুয়েকে হারিয়ে দিলো উগান্ডা 

সংগৃহীত ছবি

জিম্বাবুয়েকে হারিয়ে দিলো উগান্ডা 

অনলাইন ডেস্ক

টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলের খেলায় তুলনামূলক শক্তিশালী জিম্বাবুয়েকে হারিয়ে দিলো উগান্ডা। আসরে এটি তাদের দ্বিতীয় জয়। তানজানিয়াকে হারানোর পর সিকান্দার রাজার দলের বিপক্ষে উগান্ডার এই জয় ঐতিহাসিকই বটে। তাতে জোরালো হলো দলটির ২০২৪ টি২০ বিশ্বকাপ খেলার সম্ভাবনাও।

আজ রোববার নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। সেই রান তাড়ায় নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় উগান্ডা।

আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই হারায় প্রথম উইকেট। ইনোসেন্ট কাইয়া, সেন উইলিয়ামস, সিকান্দার রাজারা চেষ্টা চালালেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৩৬ রানেই থামে জিম্বাবুয়ের রানের চাকা।

সর্বোচ্চ ৪৮ রান করেন রাজা। উগান্ডায় হয়ে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট নেন দীনেশ নকরানি।  

জবাব দিতে নেমে ১২ রানেই ২ উইকেট হারানো উগান্ডাকে পথ দেখান আলপেশ রমজানি, রিয়াজাত আলী শাহ। রমজানি করেন ৪০ রান, ৪২ রান আসে রিয়াজাতের ব্যাট থেকে। ১৪ রানে অপরাজিত থেকে উগান্ডাকে জয়ের বন্দরে পৌঁছে দেন নকরানি। জিম্বাবুয়ের হয়ে ২৪ রানে ২ উইকেট নেন রিচার্ড নাভারা।

এ জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তুলে নিয়ে টেবিলের তিনে উঠে এলো উগান্ডা। ৩ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে জিম্বাবুয়ের অবস্থান চারে। শীর্ষে আছে ৩ ম্যাচের সবকটিতে জয় পাওয়া নামিবিয়া। সমান ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কেনিয়া।

উল্লেখ্য, আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পাবে ২০২৪ টি২০ বিশ্বকাপের টিকিট। যেটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে।

news24bd.tv/SHS