ফেনীতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

প্রতীকী ছবি

ফেনীতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

ফেনী প্রতিনিধি

ফেনীতে হিলবার্ড নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার সকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

মুহুরীগন্জ হাইওয়ে ফাঁড়ীর পুলিশ উপপরিদর্শক মাহাবুবুর রহমান জানান, ফেনী থেকে হিলবার্ড নামে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস খাগড়াছড়ি যাচ্ছিল।

এ সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মহাসড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ীতে থাকা দুই যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন । পরে খবর পেয়ে মুহুরীগন্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠায়।
এছাড়া নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন ফেনী সদর উপজেলার বালীগাও ইউনিয়নের মৃত ছানু মিঞার ছেলে সিদ্দিকুর রহমান এবং ফুলগাজী উপজেলার নুরুল হকের ছেলে নুরুল আমিন।

 

NEWS24▐ কামরুল