যে ১৩ জন চিকিৎসক নৌকার মনোনয়ন পেলেন

সংগৃহীত ছবি

যে ১৩ জন চিকিৎসক নৌকার মনোনয়ন পেলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ থেকে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন ১৩ জন চিকিৎসক। মনোনয়ন পাওয়া চিকিৎসকগণ হলেন-

১. সাতক্ষীরা-৩ আসন থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক
২. কুমিল্লা-৭ আসন থেকে বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত
৩. টাঙ্গাইল-৩ আসন থেকে বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. কামরুল হাসান খান
৪. সিরাজগঞ্জ-৩ আসন থেকে শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ
৫. চাঁদপুর-৩ আসন থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
৬. ঢাকা-১৯ আসন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান
৭. হবিগঞ্জ-১ আসন থেকে স্থানীয় বিএমএ ও স্বাচিপ সভাপতি ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী
৮. বগুড়া-৭ আসন থেকে ডা. মোস্তফা আলম নান্নু
৯. মেহেরপুর-২ আসন থেকে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক
১০. চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল
১১. নাটোর-৪ আসন থেকে ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী
১২. যশোর-২ আসন থেকে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন এবং 
১৩. কিশোরগঞ্জ-১ আসন থেকে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।  

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বাংলাদেশ মেডিকেলে এসোসিয়েশন (বিএমএ) সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ২৫ জনের মতো চিকিৎসক।   

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘গত চার দশক ধরে আমি পেশাজীবী রাজনীতির সঙ্গে ছিলাম এবং এখনো আছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মূল্যায়নের জন্য আমি কৃতজ্ঞ। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নসহ গণমানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করবো। এজন্য পেশাজীবি, মিডিয়াসহ সংশ্লিষ্ট সবার সহযোগীতা প্রত্যাশা করি।