মাজিয়ার বিপক্ষে রোবিনহো-দিদিয়েরকে পাচ্ছে না কিংস 

সংগৃহীত ছবি

মাজিয়ার বিপক্ষে রোবিনহো-দিদিয়েরকে পাচ্ছে না কিংস 

অনলাইন ডেস্ক

এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়া এফসির বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বসুন্ধরা কিংসকে। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কিংস কোচ অস্কার ব্রুজোনের সঙ্গে আসেন মিডফিল্ডার সোহেল রানা। তখনই ধারণা করা হয়েছিল, দলের নিয়মিত অধিনায়ক রবসন রোবিনহোর হয়তো কিছু হয়েছে। পরে জানা গেছে, বাঁ পায়ের মাংসপেশির চোটে পড়েছেন রোবিনহো।

এছাড়া চোটের কবলে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরও।  

গত ৭ নভেম্বর মোহনবাগানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় চোট নিয়ে খেলেছিলেন রবসন রোবিনহো। বাঁ পায়ের মাংসপেশিতে পাওয়া সেই চোট এখনো ভোগাচ্ছে এই ফরোয়ার্ডকে। পুরোপুরি সেরে না ওঠায় আজ খেলা হচ্ছে না তার।

গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারছেন না বলে মন খারাপ এই ব্রাজিলিয়ানের। গতকাল সন্ধ্যায় অনুশীলনের পর কিংস অ্যারেনা থেকে যখন বের হচ্ছিলেন, তখন নিজের চোট নিয়ে রোবিনহো বলেছেন, ‘হ্যাঁ, আমার জন্য এটা দুঃখজনক। আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু খেলতে পারছি না। তবে আশা করছি, বাকিরা আমার অভাব বুঝতে দেবে না। ’

গতকাল সতীর্থরা যখন মাজিয়া ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন নিজেকে ফিরে পেতে ব্যস্ত ছিলেন রোবিনহো। মাঠের এপাশ-ওপাশ দৌড়ালেন অনেকক্ষণ। একা একাই করছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার কাজ। দ্রুতই ম্যাচের জন্য নিজেকে ফিট করে তুলতে চান তিনি।

মাজিয়া ম্যাচ খেলতে না পারলেও ১১ ডিসেম্বর ওড়িশার বিপক্ষে খেলার ব্যাপারে আশাবাদী রোবিনহো, ‘আশা করছি, ওড়িশা ম্যাচ খেলতে পারব। সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। ’

একসঙ্গে দুজনকে না পাওয়া দলের পরিকল্পনায় এনেছে পরিবর্তন। এই দুজনকে না পাওয়ায় অন্য পরিকল্পনা বাস্তবায়নের আশা কিংস কোচ অস্কার ব্রুজোনের, ‘রোবিনহো গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আমাদের অধিনায়ক। বড় ম্যাচে সে পার্থক্য গড়ে দিতে জানে। তাকে না পাওয়া আমাদের জন্য হতাশাজনক। তবে সে না থাকলেও অন্য পরিকল্পনা কাজে লাগাব আমরা। ’

news24bd.tv/SHS