গ্যাসের ১১ লাখ মিটার কিনতে ঋণ দেবে জাপান ব্যাংক

ফাইল ছবি

গ্যাসের ১১ লাখ মিটার কিনতে ঋণ দেবে জাপান ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশের আবাসিক খাতের গ্রাহকের জন্য গ্যাসের ১১ লাখ প্রিপেইড মিটার কিনতে ঋণ দেবে জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল কো-অপারেশন।

এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি বিভাগ এবং জেবিআইসি'র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে চুক্তি সই হবে।

সোমবার (২৭ নভেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, পর্যায়ক্রমে দেশের সকল গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে।

এদিকে গতকাল সংবাদ মাধ্যমে নসরুল হামিদ জানান, সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে গ্যাস পাওয়া গেছে। এই কূপ থেকে প্রতিদিন ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

প্রতিমন্ত্রী বলেন, সিলেট গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে আমরা প্রায় ১৮ এমএমসিএফ গ্যাস অর্থাৎ ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন পেতে যাচ্ছি নতুন করে খনন করার পরে। সেখানে খুবই হাইপ্রেশার, প্রায় ৩৪০০ পিএসআই প্রেসার।

আশা করছি, এখানকার গ্যাস সিস্টেমে আনতে আগামী ৭ মাস লাগবে, কারণ আমাদের হাইপ্রেসার লাইন বানাতে হবে।

news24bd.tv/FA