তথ্য ফাঁসের প্রমাণ পেলে ৫ লাখ টাকা জরিমানা : মন্ত্রিপরিষদ সচিব

ফাইল ছবি

তথ্য ফাঁসের প্রমাণ পেলে ৫ লাখ টাকা জরিমানা : মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি অভিযোগ করে নিজেদের তথ্য ফাঁস হয়েছে, সেটা প্রমাণ হলে আর্থিক জরিমানার বিধান রেখে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন সচিব। তিনি বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্যের অপব্যবহার রোধের বিধান রেখে 'ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা' আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  আইনের খসড়ায় বলা হয়েছে, অভিযোগ প্রমাণ হলে সেখানে ১ থেকে ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি করতে জয়িতা ফাউন্ডেশন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সচিব বলেন, যে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং তিন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও।  সিদ্ধান্ত এলে সেটা জানানো হবে।

মাহবুব হোসেন বলেন, তফসিলের পরে হলেও কেবিনেটে আইন অনুমোদন হতে সংবিধানে কোনো বাঁধা নেই।

এটা সরকারের রুটিন কাজের একটি অংশ।

তিনি জানান, আজ কেবিনেটে সব মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এরপর নির্বাচনের আগে আর কেবিনেট হবে কি না সে ব্যাপারে কিছু সিদ্ধান্ত হয়নি।

news24bd.tv/FA