দেশের জনসংখ্যা কত জানা যাবে আজ

সংগৃহীত ছবি

দেশের জনসংখ্যা কত জানা যাবে আজ

অনলাইন ডেস্ক

দেশের জনসংখ্যা কত সেটি আজ মঙ্গলবার জানা যাবে। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে চূড়ান্ত প্রতিবেদন দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।  

এ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বিশেষ অতিথি থাকবেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। মূল প্রতিবেদন উপস্থাপন করবেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।  

এর আগে প্রাথমিক প্রতিবেদন দেয় সংস্থাটি। পরবর্তীতে তৃতীয় পক্ষ হিসাবে যাচাই-বাছাই করে আরও একটি প্রতিবেদন দেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

 

সূত্র জানায়, সর্বশেষ তথ্যানুযায়ী দেশের জনসংখ্যা দাঁড়ায় ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। গত জুলাইয়ে বিবিএস প্রকাশিত পরিসংখ্যানে যা দেখানো হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬।  

news24bd.tv/TR  

এই রকম আরও টপিক