আজ বিরতি দিয়ে বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডাকলো বিএনপি

ফাইল ছবি

আজ বিরতি দিয়ে বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডাকলো বিএনপি

অনলাইন ডেস্ক

সরকারের পদত্যাগ দাবিতে এক মাস ধরে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের দিন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরদিন হরতাল এবং এরপর থেকে ধারাবাহিক অবরোধের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার এক দিন বিরতি দিয়ে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।

সোমবার (২৭ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

 

রিজভী বলেন, সরকারের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করবেন দলের নেতাকর্মীরা।

এসময় রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে ১৫টি।

উল্লেখ্য, এর আগে সাত দফায় ১৭ দিন অবরোধ এবং দুই দফায় তিন দিন হরতাল করেছে দলগুলো।

সপ্তাহের দুই ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও তিনটি মঙ্গলবার কর্মসূচিতে বিরতি দেওয়া হয়।

একইসঙ্গে জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোও একই কর্মসূচি দিচ্ছে আলাদাভাবে।

 news24bd.tv/TR  

এই রকম আরও টপিক