ব্যাট করছে বাংলাদেশ, দিপুর অভিষেক

সংগৃহীত ছবি

ব্যাট করছে বাংলাদেশ, দিপুর অভিষেক

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে সম্পূর্ণ তরুণ এক দল নিয়ে খেলছে বাংলাদেশ।  বিশ্বকাপের ব্যর্থতার পর এবার বাংলাদেশের চ্যালেঞ্জ টেস্ট সিরিজ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।  আজ মঙ্গলবার সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন।

নতুন অধিনায়কের অধীনে সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচ।

রিপোর্টটি লেখা পর্যন্ত শূন্য উইকেটে ১১ ওভারে ৩২ রান করেছে বাংলাদেশ।   

ইনজুরির কারণে দলে নেই সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের মতো ক্রিকেটার। নেই তামিম ইকবাল ও লিটন দাসও।

এদিকে কিউইদের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো শাহাদত হোসেন দিপুর। মুমিনুল হকের হাত থেকে টেস্ট অভিষেকের ক্যাপ মাথায় পরলেন শাহাদাত। পেলেন ১০২ নম্বর টেস্ট ক্যাপ।  

শাহাদাতের অভিষেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সিলেটে ৪ বোলার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ৩ স্পিনার তাইজুল ইসলাম, নাঈম ইসলাম, মেহেদী হাসান মিরাজের সঙ্গে একমাত্র পেসার শরিফুল ইসলাম।

শাহাদাত ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। সে দলের শরিফুল, মাহমুদুল হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেনের মধ্যেই জাতীয় দলে খেলেছেন। ঠাণ্ডা মাথার ছেলে হিসেবে পরিচিতি শাহাদাত। বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই নিখুঁত ব্যাটিংয়ের কৌশল ও ব্যাটিং টেম্পারমেন্টের জন্য প্রশংসিত তিনি। আগে হোক কিংবা পরে, একটা সময় তিনি দীর্ঘ পরিসরের ক্রিকেটে খেলবেন, সবারই এমন প্রত্যাশা ছিল।  
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ডাক পেলেও অভিষেক হয়নি। এবার স্বপ্নপূরণ হলো শাহাদাতের।

দুই দলের একাদশ-

বাংলাদেশ : জাকির হাসান, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড : ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লানডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি ও এজাজ প্যাটেল।

news24bd.tv/TR