শান্তর আত্মাহুতি, ১০৪ রান নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

সংগৃহীত ছবি

শান্তর আত্মাহুতি, ১০৪ রান নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ওপেনার জাকির হাসানের বিদায়ের পর দলকে বিন্দুমাত্র চাপে পড়তে দেননি ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাল্টা আক্রমণে উল্টো চাপে ফেলে দেন নিউজিল্যান্ড বোলারদের। তবে দ্রুত গতিতে রান তোলা কাল হলো এই টপ-অর্ডার ব্যাটারের জন্য। ফুলটস বলে বড় শট খেলতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ২ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১০৪ রান তুলেছে বাংলাদেশ। ৪২ রান করে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। মুমিনুল ইসলাম করেছেন ৩ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেননি বাংলাদেশের দুই ওপেনার জয়-জাকির।

ভালোই খেলছিলেন তারা। তবে ১৩তম ওভারের তৃতীয় বলে এজাজ প্যাটেলের দুর্দান্ত এক স্পিন ভেলকিতে বোল্ড হন জাকির। ১২ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে।

৩৯ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর শান্ত উইকেটে এসেই পাল্টা আক্রমণ শুরু করেন, দ্রুত গতিতে তুলতে থাকেন রান। বেশ কয়েকবার ডাউন দ্য উইকেটে এসে চার-ছক্কাও হাঁকিয়েছেন তিনি। তবে ২৫তম ওভারে পার্ট টাইমার গ্লেন ফিলিপসের ফুলটস বল সামনে এগিয়ে মারতে এসে মিড-অনে কেন উইলিয়ামসনের হাতে ধরা দেন। ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। এর মধ্যে ছক্কার মারই ছিল তিনটি।

মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে আর কোনো বিপদে অবশ্য পড়েনি টাইগাররা। মুমিনুলকে নিয়ে জয় সাবধানে শেষ করেছেন সকালের বাকি সেশন।

news24bd.tv/SHS