৩০০ আসনেই নৌকার প্রার্থী, প্রয়োজনে সমন্বয় করে ছাড়: কাদের

সংগৃহীত ছবি

৩০০ আসনেই নৌকার প্রার্থী, প্রয়োজনে সমন্বয় করে ছাড়: কাদের

জয়দেব দাশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩০০ আসনেই নৌকার প্রার্থী থাকবে। তবে নির্বাচনী কৌশলে শরিকদের সাথে আসন ভাগাভাগির প্রয়োজন হলে সেখানে সমন্বয় করে ছাড় দেয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ১৭ই ডিসেম্বর পর্যন্ত প্রার্থী পরিবর্তন পরিবর্ধন ও সমন্বয়ের সুযোগ রয়েছে।

নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই বিভিন্ন স্থানে এসব পরিবর্তন পরিবর্ধন আসতে পারে।  

এ সময় বিএনপিকে নির্বাচনে আনার কোনো কৌশল ক্ষমতাসীনদের আছে কিনা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে আনার কোনো কৌশল নেই। তবে তাদের প্রতি নির্বাচনে আসার আহ্বান রয়েছে।  

১৪ দলের শরিকদের মধ্য থেকে বিজয় যোগ্য প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এবং ডামি প্রার্থীর বিষয়ও ১৭ তারিখের মধ্যেই সিদ্ধান্ত নিবে ক্ষমতাসীনরা।

 

ওবায়দুল কাদের বলেন, ১০০ নির্বাচন পর্যবেক্ষক আসবে। এই সংখ্যা আরও বাড়তে পারে। সরকারের লক্ষ্য অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন। এখন অনেকে সমালোচনা করলেও সুষ্ঠু নির্বাচনের পর সকল জল্পনা কল্পনা বন্ধ হয়ে যাবে।

news24bd.tv/TR