দেশে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন : মুফতি ফয়জুল

ফাইল ছবি

দেশে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন : মুফতি ফয়জুল

নিজস্ব প্রতিবেদক

বিদেশি প্রভাব যেনো না পড়ে সেজন্য দেশে সুষ্ঠু নির্বাচন ও ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, সরকার সিন্ডিকেটের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে বলেই দ্রব্যমূল্যের দাম কমছে না। কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়।

মুফতি ফয়জুল বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের আন্দোলন গড়ে তুলতে হবে।

নিজেরা জনগণের ওপর আস্থা রাখতে হবে। স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন। কিন্তু বর্তমান সরকারের অধীনে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। আদর্শ থেকে বিচ্যুত হবে না ইসলামী আন্দোলন।