বাজার পরিষ্কার ও নিরাপদ খাদ্য বিক্রিতে এখনও গাফিলতি

সংগৃহীত ছবি

বাজার পরিষ্কার ও নিরাপদ খাদ্য বিক্রিতে এখনও গাফিলতি

নিজস্ব প্রতিবেদক

বাজার মনিটরিং করে অনেকটাই পরিবর্তন এসেছে দেখা গেছে বলে জানালেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মো. আখতার মামুন।

তিনি বলেন, এখন সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো তবে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ খাদ্য বেচা কেনায় কিছু গাফিলতি আছে। মনিটরিংয়ের সময়ে কিছু জাটকা মাছ জব্দ করা হয়েছে।  

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজার এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে সমন্বিত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে এ তথ্য জানান তিনি।

পরিচালনাকালীন সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা খোলা বাসী মাংস, দই, ভাজা পোড়া খাবার ও তার সাথে জাটকা মাছ জব্দ করে ধ্বংস করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাজার মনিটরিং করে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য বিক্রির বিষয়েও দোকানিদের পরামর্শ দিয়ে সচেতন করা হয়।

এসময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, খাদ্যপণ্য বিক্রির ক্ষেত্র যথাযথ মান বজায় রেখে তা বিক্রি করা হচ্ছে কিনা তার মনিটরিং করা হয়েছে আজ।

news24bd.tv/FA