উত্তর কোরিয়ায় কবিতা লেখায় ১৪ মাসের কারাদণ্ড!

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ায় কবিতা লেখায় ১৪ মাসের কারাদণ্ড!

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার প্রশংসা করে কবিতা লেখায় এক ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার দেশটির একটি আদালত এই রায় দেন।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিজের লেখা কবিতায় উত্তর কোরিয়ার প্রশংসা করায় ৬৮ বছর বয়সী ওই ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম লি ইউন-সিওপ।

তিনি ২০১৬ সালে লেখা কবিতায় দুই কোরিয়াকে একীকরণের পক্ষে কথা বলেছিলেন।  

ইউন সিওপ তার লেখা কবিতায় বলেন, দুই কোরিয়া পিয়ংইয়ংয়ের সমাজতান্ত্রিক ব্যবস্থার অধীনে একত্রিত হলে মানুষ বিনামূল্যে বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা পাবে।

এই কবিতার লিখে অভিযুক্ত হন তিনি। এরপর সোমবার দেওয়া রায়ে সিউলের একটি আদালত বলেছে, তিনি ‘উত্তর কোরিয়াকে মহিমান্বিত এবং প্রশংসা করে এমন নানা লেখা লিখে উল্লেখযোগ্য পরিমাণে প্রচার চালিয়ে গেছেন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রকাশ্যে উত্তর কোরিয়ার প্রশংসা করা দণ্ডনীয় অপরাধ।  

news24bd.tv/aa