নির্বাচনে অংশ নিতে ৪৩ জেলা-উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

সংগৃহীত ছবি

নির্বাচনে অংশ নিতে ৪৩ জেলা-উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন ৪১ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান। আবেদনের ভিত্তিতে তাদের পদত্যাগপত্র গ্রহণ ও পদ শূন্য ঘোষণা করছে এলজিআরডি মন্ত্রণালয়।

সোমবার তাদের পদ শূন্য ঘোষণা করে মন্ত্রণালয়। উপজেলা চেয়ারম্যান ছাড়াও এ তালিকায় রয়েছেন জেলা পরিষদের ২ চেয়ারম্যান ও ১ সদস্য।

এলজিআরডির স্থানীয় সরকার বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরমধ্যে পদত্যাগের সংখ্যা আরও বাড়বে বলে জানান স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা। পদত্যাগীদের বেশির ভাগ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে।

এর আগে রোববার গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া ঠেকাতে বিকল্প প্রার্থী রাখতে হবে। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যে আশাবাদী হয়ে উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ করেন।