জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

সংগৃহীত ছবি

জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক

বড়দের মতো বিশ্বকাপ জেতার গল্প লেখা হলো না আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের। আজ মঙ্গলবার জার্মানির কাছে টাইব্রেকারে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে আলবিসেলেস্তেরা। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ ড্র থাকার পর টাইব্রেকে ২-৪ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় আচেভেরি-রুবের্তদের। এ নিয়ে ছয়টি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল খেলে সবকটিতেই হারলো যুবারা।

 

ইন্দোনেশিয়ার সুরাকার্তায় ম্যাচটি অবশ্য পেনাল্টি শুটআউটেও যেত না, ইনজুরি সময়ের সপ্তম মিনিটে হ্যাটট্রিক করে নাটকীয়ভাবে দলকে সমতায় ফেরান আগুস্তিন ফাবিয়ান রুবের্ত। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে তার করা এই গোলের আগে জার্মানি ছিল ফাইনালের পথে, ৩-২ গোলে এগিয়ে থেকে।  

চরম নাটকীয় সেমির শুরুতে এগিয়ে গিয়েছিল জার্মানিই। দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে আর্জেন্টাইন বক্সে চলে যান জার্মান মিডফিল্ডার ডারউইচ।

তার পা থেকে বল যায় ব্রুনারের পায়ে। আর্জেন্টাইন ডিফেন্ডার গোরোসিতোকে পাশ কাটিয়ে দূরহ কোণ থেকে শট নেন প্যারিস ব্রুনার। বুরুশিয়া ডর্টমুন্ডে খেলা এই উইঙ্গারের গোলে লিড পায় জার্মানি।  

গোল খেয়ে জার্মানির উপর আরও চেপে বসে আর্জেন্টিনা। দুই ফুলব্যাক অন্তিভেরো এবং গোরোসিতো মিলে বারবার ব্যস্ত করেছেন জার্মানির রক্ষণভাগকে। প্রথম গোলের উৎসও ছিলেন গোরোসিতো। বক্সের ভেতর থেকে তার মাপা ক্রস খুঁজে নেয় রবার্তোকে। বল জালে জড়াতে কোন ভুলই করেননি তিনি। আর প্রথমার্ধের একেবারে অন্তিম সময়ে কাউন্টার অ্যাটাকে নিজের এবং দলের দ্বিতীয় গোলও করেন রুবের্তো

এরপর দ্বিতীয়ার্ধের দারুণ এক প্রত্যাবর্তন ঘটায় জার্মানি। গোলরক্ষকের ভুলে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত ফিনিশে জার্মানিকে সমতায় ফেরান ব্রুনার। এরপর আর্জেন্টিনার বিপদ আরও বাড়ে ম্যাক্স মোরেশডাটের গোলে। ডিবক্সে ফাঁকায় বল পেয়ে হেডে বল জালে জড়ান এই স্ট্রাইকার। আর্জেন্টিনার হার যখন সময়ের ব্যাপার তখনই আরো একবার দলকে পথ দেখান রুবের্তো। যোগ করা ৮ মিনিটের শেষ সময়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন দ্য জায়ান্ট খ্যাত এই তরুণ।  

টুর্নামেন্টের ফরম্যাট মেনে খেলা চলে যায় টাইব্রেকারে। যেখানে নায়ক বনে যান জার্মান গোলরক্ষক কনস্ট্যান্টিন হেইডি। আর্জেন্টিনার প্রথম দুই শট ঠেকিয়ে দলকে অনেকটাই এগিয়ে দেন। গোল মিস করেছেন অধিনায়ক আচেভেরিও।

news24bd.tv/SHS

সম্পর্কিত খবর