নতুন কর্মসূচি দিলো গণঅধিকার পরিষদ

সংগৃহীত ছবি

নতুন কর্মসূচি দিলো গণঅধিকার পরিষদ

অনলাইন ডেস্ক

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনসহ বেশি কিছু দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের চলমান দুর্নীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ আগামী ২৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ ও ৩০ নভেম্বর সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবে।

দেশের অস্তিত্ব রক্ষায় সর্বাত্মক অবরোধ ও হরতাল পালনে গণঅধিকার পরিষদ দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাচ্ছে।

এর আগে, ২৭ নভেম্বর পৃথকভাবে একই কর্মসূচি ঘোষণা করে বিএনপি-জামায়াত।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকাসহ সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে তারা।

news24bd.tv/aa