বিএনপি-জামায়াতের অবরোধে গাজীপুর অনেকটাই নিরুত্তাপ

সংগৃহীত ছবি

বিএনপি-জামায়াতের অবরোধে গাজীপুর অনেকটাই নিরুত্তাপ

অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা অষ্টম দফার অবরোধ কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়েনি গাজীপুরে। অনেকটা নিরুত্তাপ ও ঢিলেঢালাভাবে চলছে এবারের অবরোধ। দূরপাল্লার বাসসহ অন্যান্য গণপরিবহন চলাচল করছে নির্বিঘ্নে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ বুধবার সকাল থেকে অবরোধের তেমন প্রভাব নেই সড়ক ও মহাসড়কে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাসসহ আন্তজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। পোশাক শ্রমিক, অফিসগামী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন।

বিপণী বিতান, দোকান পাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এছাড়া বিভিন্ন স্টেশন থেকে নিয়মিত ট্রেন চলাচল করতে দেখা গেছে। নাশকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে টহলে রয়েছে র‍্যাব ও বিজিবি সদস্যরা।

এছাড়া জেলার কোথাও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের তেমন তৎপরতা দেখা যায়নি। তবে হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ হওয়ার কথা রয়েছে।

news24bd.tv/SHS