মার্কিন সেনাদের বের করে দিতে চায় ইরাক

ইরাকের জাতীয় সংসদ

মার্কিন সেনাদের বের করে দিতে চায় ইরাক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরাকের অভ্যন্তরীণ নানা বিষয়ে হস্তক্ষেপ করায় দেশটি থেকে মার্কিন সেনাদের বের করে দেওয়ার চিন্তা করা হচ্ছে। জাতীয় সংসদে এ সংক্রান্ত একটি বিল নিয়ে ইরাকি এমপিরা আলোচনা করার পরিকল্পনা করছেন।

ইরাকের কনস্ট্রাকশন অ্যালায়েন্সের নেতা আহমাদ আল-আসাদির বরাতে এ খবর প্রচার করে দেশটির আরবি ভাষার পত্রিকা আরাবি-২১।

আহমাদ আল-আসাদি বলেন, জাতীয় সংসদ সদস্যরা তাদের দাবি আদায়ের প্রচেষ্টা জোরদার করবেন যাতে ইরাক সরকার দেশ থেকে মার্কিন সেনা বের করে দেয়।

ইরাক থেকে মার্কিন সেনাদের ফেরত পাঠানোর বিষয়ে গত সংসদের মেয়াদকালেও আহ্বান জানানো হয়েছিল তবে সংসদ সদস্যরা এবার পরিষ্কার সময়সীমা বেধে দিতে চান।

আল-আসাদি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ের পর মার্কিন সেনাদের প্রয়োজন আছে কিনা তা পর্যালোচনা করে দেখার অধিকার রয়েছে ইরাক সরকারের।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনারা ইরাকে আগ্রাসন চালায়। বহু হত্যাকাণ্ড ও আলাপ-আলোচনার পর ২০১২ সালের দিকে বেশিরভাগ সেনা প্রত্যাহার করলেও ২০১৪ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে আমেরিকা আবার ইরাকে মার্কিন সেনা মোতায়েন করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর