চোট পেয়ে মাঠের বাইরে জাকির

সংগৃহীত ছবি

চোট পেয়ে মাঠের বাইরে জাকির

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময়ে পায়ে চোট পেয়েছেন বাংলাদেশি ওপেনার জাকির হাসান। এরপরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচের ২১.৩ ওভারে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান জাকির।


 
কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলাসের বল ঠেকাতে গিয়ে ঝাঁপিয়ে পড়েন জাকির। সেসময়ে বল তার ডান পায়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে ব্যথায় ভেঙে পড়েন তিনি। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন।
কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় স্ট্রেচারে করে জাকিরকে বাইরে নিয়ে যাওয়া হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চলছে মধ্যাহ্নভোজের বিরতি। বিরতিতে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে নিউজিল্যান্ড তুলেছে ৭৮ রান।
 
এ দিন বাংলাদেশ ৩১০ রানে গুটিয়ে যাওয়ার পরে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ৪৪ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার  টম লাথাম ও ডেভন কনওয়ে। ৪৪ বলে ২১ রান করা লাথামকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। আর ৪০ বলে ১২ রান করা কনওয়ের উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

news24bd.tv/কেআই