ইউরোপীয় ইউনিয়ন ও নির্বাচন কমিশনের যৌথসভা আজ

ইউরোপীয় ইউনিয়ন ও নির্বাচন কমিশনের যৌথসভা আজ

অন্তরা বিশ্বাস

ইউরোপীয় ইউনিয়ন ও নির্বাচন কমিশনের যৌথসভা হবে আজ। বুধবার দুপুর ৩টায় বসবে সভা। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় রাষ্ট্রদূতসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা থাকবেন এই সভায়।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশনের কর্মযজ্ঞ সম্পর্কে বিস্তারিত জানতে ইইউ এই যৌথসভা করতে চায় বলে জানিয়েছে।

এছাড়াও ইইউ আগেই জানিয়েছে, তারা বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠাবে। ইউরোপীয় ইউনিয়ন ২৭ তারিখে কমিশনের সাথে বসতে চেয়েছিল। কিন্ত নির্বাচন কমিশনাররা ঢাকার বাইরে থাকায় আজ সভার সময় ঠিক করা হয়।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ২২ নভেম্বর ইমেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে যৌথসভায় বসতে সময় চেয়েছিলেন।

তিনি ২৭ নভেম্বর বেলা ৩টায় সময় চাইলেও সিইসি তাকে ২৯ নভেম্বর দুপুর ৩টায় সময় দিয়েছেন।

news24bd.tv/TR