রংধনুর চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচার দাবিতে সংবাদ সম্মেলন 

রংধনুর চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচার দাবিতে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের লাগামহীন দুর্নীতি, ভূমিদস্যুতা, ব্যাংকের টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও প্রতারণার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন।  

বুধবার (২৯ নভেম্বর) সকালে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. সুফি সাগর শামস।

তিনি বলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের মতোই লাগামহীন দুর্নীতি করে আসছে। তার বিরুদ্ধে রয়েছে  ভূমিদস্যুতা, ব্যাংকের টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের মতো অসংখ্য অভিযোগ।

তিনি আরও বলেন, রুপগঞ্জের কায়েতপাড়ার সাবেক এই চেয়ারম্যান লুটপাট ও ব্যাংক জালিয়াতি করে অর্থ কোথায় পাচার করেছে তা কেউ জানেনা। এসব অভিযোগ তদন্তের জন্য দুদকে একটি আবেদনও করেছে সংগঠনটি।

সংগঠনটির প্রধান উপদেষ্টা বলেন, এই চক্রটি দুর্নীতির মাধ্যমে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এই রফিক নিজের বিক্রিত সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ জালিয়াতি করে তা পাচার করেছে।

তাই দ্রুত এর তদন্ত করে বিচারের দাবি জানান তিনি।