গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন জমা

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ হেলালের নেতৃত্বে তারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দেন। এর আগে নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রধান নির্বাচনী এজেন্ট মো. শহিদ উল্লা খোন্দকার, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস,এম,কামাল হোসেন, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নাজমা আক্তার, সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, দলের জেলা সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

news24bd.tv/FA