ইসরায়েল-সিরিয়া সীমান্তে রুশ সৈন্য মোতায়েন, জাতিসংঘের উদ্বেগ

ইসরায়েল-সিরিয়া সীমান্তে রুশ সৈন্য মোতায়েন, জাতিসংঘের উদ্বেগ

অনলাইন ডেস্ক

ইসরায়েল সংলগ্ন সিরিয়া সীমান্তে সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। এ ঘটনার পর সিরিয়ার গোলান মালভূমিতে মোতায়েন ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার রাশিয়া টুডের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রাশিয়ান সৈন্যরা ইসরায়েল-সিরিয়া সীমান্তের ফ্রন্টলাইনে পাহারা দিচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন রুশ সৈন্য একজোড়া দূরবীন দিয়ে সম্ভবত ইসরায়েলি অবস্থানের দিকে তাকিয়ে আছে।

এবং ওই এলাকায় একটি রাশিয়ান পতাকা উড়ছে।

গণমাধ্যমগুলোর দাবি, ২৯ নভেম্বর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি হামলার পর এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া। কারণ সেসময়ে ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানায় রাশিয়া। এই হামলায় বন্ধ হয়ে গেছে সিরিয়ার এ বিমানবন্দরটি।

এ ঘটনার পর জাতিসংঘের সাধারণ পরিষদে গোলান গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের জন্য ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘে উত্থাপিত এক রেজুলেশনে বলা হয়, গোলান মালভূমি থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করা উচিত। এতে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্র একমত পোষণ করেছে। তবে এর বিরোধিতা করেছে ৮টি রাষ্ট্র।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক