পিটার হাস সীমারেখা মেনে চলবেন বলে প্রত্যাশা ওবায়দুল কাদেরের

ফাইল ছবি

পিটার হাস সীমারেখা মেনে চলবেন বলে প্রত্যাশা ওবায়দুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে শতাধিক পর্যবেক্ষণ আসতে পারে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলনে কাদের বলেন, রওশন এরশাদ এখনও সরকারের পাশে আছেন। নির্বাচন করতে হলে আগে মনোনয়ন জমা দিতে হবে।

জোটের মধ্যে ভাগাভাগি হলে পরে সিদ্ধান্ত নেয়া যাবে।

কাদের বলেন, বিজয়যোগ্য প্রার্থী না হলে তাকে মনোনয়ন দেয়া হবে না এটি স্পষ্ট। তাই জোট নিয়ে কোনো বিভ্রান্তি নেই বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ইউরোপীয় ইউনিয়নের সাথে আওয়ামী লীগও অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন প্রশ্নে একমত বলে জানান ওবায়দুল কাদের।

পিটার হাস একজন রাষ্ট্রদূত হিসেবে তিনি সীমারেখা মেনে চলবেন বলে প্রত্যাশা করেন তিনি।

কাদের বলেন, নির্বাচনে শরীকদের হতাশ করা হবে না, এখনও সময় আছে। ভালো একটা নির্বাচন হবে বাংলাদেশে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে চলতে সারাদেশের আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কাদের। বলেন, পিটার হাসকে নিজেদের পক্ষে চায় না আওয়ামী লীগ। তবে তিনি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ নিলে সেটাও প্রত্যাশিত নয়।

news24bd.tv/FA