নির্বাচনী মাঠে কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস

সংগৃহীত ছবি

নির্বাচনী মাঠে কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস

মাদারীপুর প্রতিনিধি:

জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানাগেছে। তিনি ইতিমধ্যে মাদারীপুর-৩ এবং বরিশাল-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।  

তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তার দলীয় প্রতীক গামছা।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর  তিনি মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও মাদারীপুরের একাংশ) এবং ২৯ নভেম্বর দুপুরে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নকুল কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, দলের স্থানীয় নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখে-দুঃখে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, তার পূর্বপুরুষ হরনাথ বাইন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের এমপি।

বরিশালের সাতলা গ্রামে সাবেক এই সংসদ সদস্যের একটি বাড়ি আছে বলেও জানিয়েছেন তিনি।

news24bd.tv/কেআই