উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিদেশি শক্তি নির্বাচনে হস্তক্ষেপ করছে: ঢাবি ভিসি

সংগৃহীত ছবি

উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিদেশি শক্তি নির্বাচনে হস্তক্ষেপ করছে: ঢাবি ভিসি

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশের নির্বাচনে বিদেশি শক্তি হস্তক্ষেপ করছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে  ‘গণতন্ত্র, উন্নয়ন ও নির্বাচন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।  

ঢাবি ভিসি বলেন, যারা বাংলাদেশে মেট্রো রেল চায় না, ব্লু ইকোনমি চায় না; তারাই নির্বাচন বানচল করার পাঁয়তারা করছে। তারা চায় বাংলাদেশ সব সময় অন্য দেশের ওপর নির্ভর হয়ে থাক।

স্যাংশন দেওয়ার হুমকিকে কাজে লাগিয়ে সময় এসেছে বাংলাদেশকে স্বাবলম্বী হয়ে ওঠার। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  

অনুষ্ঠানে বক্তারা সাধীনতাবিরোধী শক্তি তত্ত্বাবধায়ক সরকারের নামে আরেকটি এক এগারো তৈরির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন। এসব পাঁয়তারা রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও কাজ করবে বলে জানান তিনি।

 

বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। তাই বার বার গণতন্ত্রের মধ্য দিয়েই নির্বাচন করে ক্ষমতায় নিতে বিশ্বাস করে তারা। এবারও সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে তারাই জয়যুক্ত হবে।

news24bd.tv/আইএএম