কম সময়ে যেভাবে বানাবেন গাজরের হালুয়া 

সংগৃহীত ছবি

কম সময়ে যেভাবে বানাবেন গাজরের হালুয়া 

অনলাইন ডেস্ক

শীতকাল মানেই তো ভূরিভোজের সময়। বাড়িতে জমিয়ে খাওয়াদাওয়ার পর একটু মিষ্টিমুখ না করলে কি চলে? বাজারের টাটকা কচি গাজর দিয়ে তৈরি করে ফেলতে পারেন হালুয়া। প্রেশার কুকারে মাত্র ১৫ মিনিটে কীভাবে গাজরের হালুয়া বানাবেন, দেখে নিন রেসিপি।  

উপকরণ:

গাজর: ১ কেজি

ঘি: ৫-৬ টেবিল চামচ

দুধ: আধ লিটার

চিনি: ১ কাপ

কেশর: ১ চিমটে

খোয়া ক্ষীর: ৪-৫ টেবিল চামচ

এলাচ গুঁড়ো: আধ চা চামচ

কাজু, বাদাম, পেস্তা কুচি: ২-৩ টেবিল চামচ

প্রণালী:

গাজর বড় বড় টুকরো করে কেটে নিন।

এবার প্রেশার কুকারে সামান্য ঘি গরম করে গাজরের টুকরোগুলি দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। এবার দুধ দিয়ে কুকার বন্ধ করে দিন। একটি হুইসিল হলেই গ্যাস বন্ধ করে দিন। ভাপ বার করে কুকারের ঢাকা খুলে আবার গ্যাসের আঁচ জ্বালিয়ে দিন।
এবার হাতা দিয়ে খুব ভাল করে গাজরগুলি চটকে দিন। মিনিট দুয়েক পরে চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপর দুধে ভিজিয়ে রাখা কেশর, ঘি, খোয়া ক্ষীর, এলাচ গুঁড়ো আর কাজু-বাদাম কুচি দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি শুকনো শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। ১৫ মিনিটেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া।

news24bd.tv/TR     
  

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর