ইতিহাসের পাতায় শান্ত, এক সেঞ্চুরিতে যত রেকর্ড

সংগৃহীত ছবি

ইতিহাসের পাতায় শান্ত, এক সেঞ্চুরিতে যত রেকর্ড

অনলাইন ডেস্ক

চলতি বছরটা স্বপ্নের মতো কেটেছে নাজমুল হোসেন শান্তর। ওয়ানডে বিশ্বকাপ বাদ দিলে তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন তিনি। বিশ্বকাপের পরও যে ধারা অব্যাহতই রেখেছেন। আজ সিলেটে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত।

যে সেঞ্চুরিতে গড়েছেন ইতিহাস, ভেঙেছেন অনেক রেকর্ড।  

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ ওভারে সেঞ্চুরির দেখা পান শান্ত। এজাজ প্যাটেলের বলে সিঙ্গেলস নিয়েই শূন্যে লাফিয়ে ওঠেন এই বাঁহাতি ব্যাটার। তার উদযাপনটা ছিলে দেখার মতোই।

তা হবে নাই বা কেন, তিনি যে গড়েছেন অনন্য এক ইতিহাস।  

বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিতে নেমে প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পেলেন শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে, টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ রান ছিল সাকিব আল হাসানের। ২০০৯ সালে সেন্ট জর্জেসে ৯৬ রানে অপরাজিত ছিলেন সাকিব।  

এদিকে, সাদা পোশাকের ক্রিকেটে শান্তর এটি পঞ্চম সেঞ্চুরি। ২৪ টেস্টেই পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেন তিনি, বাংলাদেশিদের মধ্যে যা দ্রুততম। এর আগে, দ্রুততম পাঁচ সেঞ্চুরি পেতে মুমিনুলের খেলতে হয়েছে ২৬ টেস্ট। দুই টেস্ট হাতে রেখেই সেই কাজ করে ফেললেন শান্ত। শুধু তাই নয়, সবশেষ দুই টেস্টে শান্তর এটি তৃতীয় সেঞ্চুরি। গত জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পান শান্ত। এখানেও প্রথম তিনি।  প্রথম বাংলাদেশি হিসেবেই দুই টেস্টে তিন সেঞ্চুরির মালিক এখন তিনি।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে দ্রুত গতিতে রান তুলতে গিয়ে উইকেট দিয়ে আসেন শান্ত, ৩৭ রানে ফেরেন প্যাভিলিয়নে। ফুলটস বলে আউট না হলে কে জানতো, হয়তো টানা চার সেঞ্চুরির অনন্য ইতিহাসই গড়তেন এই বাঁহাতি!

news24bd.tv/SHS