নিজের আইনজীবীকে ‘দায়িত্ব দিয়ে’ পিটিআই ছাড়ছেন ইমরান খান

নিজের আইনজীবীকে ‘দায়িত্ব দিয়ে’ পিটিআই ছাড়ছেন ইমরান খান

অনলাইন ডেস্ক

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নেওয়া বা দলীয় প্রধানের পদে থাকার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করায়
পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইমরান খান।

নিজের আইনজীবী ব্যারিস্টার গহর আলি খানকে দলের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে মনোনীত করেছেন তিনি।

পাকিস্তানের নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে দলের নতুন চেয়ারম্যান নির্ধারণ করতে হবে।  

পিটিআই নেতা সিনেটর আলি জাফর জানিয়েছেন, দলের চেয়ারম্যান নির্বাচনে ইমরান খান অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে তিনি তার আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে মনোনীত করেছেন। খবর বিবিসির।

তবে ইমরান খান মনোনীত করলেও আগামী ২ ডিসেম্বর পিটিআইয়ের দলীয় সম্মেলনে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। ওই নির্বাচনে বিজয়ী হলেই চেয়ারম্যান পদ নিশ্চিত হবে ব্যারিস্টার গহর আলীর।

বিবিসি বলছে, ওই নির্বাচনে ইমরান খানের মনোনয়নের বাইরে কারও নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই।

ইমরান খানের ওপর থেকে ‘অযোগ্য আদেশ’ আদালত তুলে নিলে তিনি আবার চেয়ারম্যান পদে ফেরত যাবেন বলে জানিয়েছেন আলি জাফর। একই তথ্য জানিয়েছেন ইমরান খানের আইনজীবী শের আফজাল মারওয়াত।

পাকিস্তানের আইন অনুযায়ী, তোশাখানা মামলা বা উপহার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বিক্রির মামলায় গ্রেফতার হওয়া ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা দলীয় পদে থাকতে পারবেন না।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক