ইরাকে সংসদ সদস্যের আত্মীয়ের গাড়িতে হামলায় নিহত ১০

সংগৃহীত ছবি

ইরাকে সংসদ সদস্যের আত্মীয়ের গাড়িতে হামলায় নিহত ১০

অনলাইন ডেস্ক

বোমা হামলায় ইরাকে স্থানীয় সংসদ সদস্যের আত্মীয়সহ ১০ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে রাস্তার ধারে ওই বোমা হামলার পর হতাহতদের উদ্ধার কারতে গেলে তাদের ওপরও বন্দুকধারীরা হামলা চালায়। খবর রয়টার্স।

 

জানা যায়, আমরানিয়াহ শহরের কাছে স্থানীয় এক সংসদ সদস্যের নিকটাত্মীয়দের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। হামলার সময় রাস্তার পাশে পরপর ২টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে স্নাইপারের সাহায্যে হামলাকারীরা গুলিবর্ষণ করতে শুরু করে। তবে হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটিকে ঘিরে ফেলে, সেই সঙ্গে জারি করা হয় কারফিউ। হামলাকারীদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে শহরটিতে তল্লাশি অভিযান চালানো হয় বলেও জানিয়েছে রয়টার্স।
news24bd.tv/aa