আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুলকে শোকজ

সংগৃহীত ছবি

আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুলকে শোকজ

অনলাইন ডেস্ক

রাষ্ট্রীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দায়িত্বে নিযুক্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ শুক্রবার এ নোটিশ দেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় পতাকাবাহী গাড়িতে চড়ে ও পুলিশ প্রহরায় এসে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের এ সংসদ সদস্য। এরপর  নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ আজ (শুক্রবার ১ ডিসেম্বর) তাকে শোকজ নোটিশ পাঠান।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ কর্তৃক জারি করা নোটিসে সামশুল হক চৌধুরীকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গগত এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি; স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এখানে উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘন হলে জরিমানা অথবা জেল দুই ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে। নির্বাচন কমিশন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে যাদের এই শাস্তি দেয়ার ক্ষমতা রয়েছে।

কমিশন তদন্তের জন্য কমিটি তৈরি করে যাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন।

news24bd.tv/ desk