পদ্মাসেতু পাড়ি দিয়ে ঢাকা যাচ্ছে আরও ২ ট্রেন

কুষ্টিয়া

পদ্মাসেতু পাড়ি দিয়ে ঢাকা যাচ্ছে আরও ২ ট্রেন

জাহিদুজ্জামান, কুষ্টিয়া

কুষ্টিয়ার ওপর দিয়ে আরও দুটি ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা যাচ্ছে। এর মধ্যে একটি লোকাল ট্রেনও রয়েছে। এতে মাত্র ১৪৫ টাকায় ঢাকা যেতে পারছেন কুষ্টিয়া অঞ্চলের মানুষ। মধুমতি এক্সপ্রেস ও নকশীকাথা মেইল ট্রেন দুটি কুষ্টিয়ার ওপর দিয়ে আগে থেকেই চলাচল করতো।

শুক্রবার থেকে পদ্মা সেতু হয়ে চলে যাচ্ছে ঢাকা পর্যন্ত। খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাথা মেইল ট্রেন কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ছাড়ছে ভোর ৪টা ২৫ মিনিটে। থামছে কুষ্টিয়া নামে অন্য স্টেশনে, কুমারখালী ও খোকসাতেও। এটি ঢাকা পৌঁছাচ্ছে ৯টা ৪৭ মিনিটে।

ফিরতি ট্রেন ঢাকা থেকে ছাড়বে বেলা ১১টা ৪০ মিনিটে, কুষ্টিয়া পৌঁছাবে বিকাল ৫টা ১৪ মিনিটে। এই ট্রেনে কুষ্টিয়া-ঢাকা শোভন শ্রেণির ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা মাত্র।

আর সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ঢাকা পৌঁছাচ্ছে দুপুর ২টায়।

এটি কুষ্টিয়া থেকে ছেড়ে যাচ্ছে সকাল ৯টা ২৫ মিনিটে। এর ফিরতি ট্রেন ঢাকা থেকে বিকাল ৩টায়, কুষ্টিয়ায় পৌঁছাবে ৭টা ৩৭ মিনিটে।

এছাড়াও গত একমাস ধরে কুষ্টিয়ার ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা চলাচল করছে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক