কয়েক বছরের মধ্যে বড় ভূমিকম্প হতে পারে: গবেষক হুমায়ুন আখতার  

সংগৃহীত ছবি

কয়েক বছরের মধ্যে বড় ভূমিকম্প হতে পারে: গবেষক হুমায়ুন আখতার  

অনলাইন ডেস্ক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ও ভূমিকম্প বিষয়ক গবেষক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, ‘আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ । এটি হয়েছে সাবডাকশন জোনে। একই জোনে আজকের স্থান থেকে আরও উত্তরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬-৭ মাস আগে ভূমিকম্প হয়েছে। সিলেটেও হয়েছে।

এগুলো বড় ভূমিকম্প হওয়ার পূর্ব লক্ষণ। এটা কয়েক বছরের মধ্যেও হতে পারে বা আগামী ৫০ বছরের মধ্যেও হতে পারে। ’ 

আজকের (২ ডিসেম্বর) ভূমিকম্পের পর সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন, গত ২ বছরে হওয়া হালকা থেকে মাঝারি ভূমিকম্পগুলোর বেশিরভাগ সাবডাকশন জোনে হয়েছে।  

আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের অনেক অঞ্চল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।  

চলতি বছর দেশের ভেতর উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে আজকের ভূমিকম্পটিই সর্বোচ্চ মাত্রার।

শুধু তাই নয়, গত ২০ বছরের মধ্যেই এটি সর্বোচ্চ। দেশের ভূমিকম্প গবেষকরা বলছেন, এর আগে সর্বশেষ ২০০৩ সালের ২৭ জুলাই রাঙ্গামাটির বরকোলে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।  

আবহাওয় অধিদপ্তর জানিয়েছে, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া ভূমিকম্পের প্রবল দুলুনিতে আতঙ্কগ্রস্ত হয়ে অনেক মানুষ ঘর ছেড়ে সড়কে নেমে আসেন।  

উৎপত্তি ও মাত্রা বিবেচনায় আজকের ভূমিকম্পকে উদ্বেগজনক বলছেন ভূতত্ত্ববিদরা।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক