ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠকে ইসি

সংগৃহীত ছবি

ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠকে ইসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় আসা ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বেলা ১১টার পর বৈঠক শুরু হয়। বৈঠকে ইসির পক্ষ থেকে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ উপস্থিত আছেন।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে গত ২৯ নভেম্বর ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিম।

বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট মিশনের প্রত্যেক সদস্য উপস্থিত আছেন।  

প্রতিনিধি দলের সদস্যরা হলেন—ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে গত ২৯ নভেম্বর যৌথসভা করে ইইউ। সেই বৈঠকে সংস্থাটির ১০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয় ইসিকে।

news24bd.tv/আইএএম