নামাজ পড়া হারাম যে সময়ে

সংগৃহীত ছবি

নামাজ পড়া হারাম যে সময়ে

হারাম সময়ে কোরআন তিলাওয়াত করা যাবে কি না, ও নামাজ পড়া যাবে কি না সে বিষয়ে অনেকেই জানতে চান। কোন সময়টা হারাম সময় সে বিষয়ে জানিয়েছেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।

শাইখ আহমাদুল্লাহ বলেন, হারাম সময় বলতে তিনটি সময় আছে। সেগুলো হলো, সূর্য উদয়, সূর্য অস্ত এবং সূর্য ঠিক মধ্য আকাশে যখন অবস্থান করে।

এই তিন সময়কে হারাম সময় বলা হয়।

এই তিন সময়ের মানে হলো, শুধু একটি ইবাদত এই সময়ে নিষিদ্ধ। সেটি হলো, আল্লাহকে সিজদাহ করা বা নামাজ পড়া। নামাজ বাদে যেকোনো ধরনের ইবাদত এই সময়ে করা যেতে পারে।

সেটা জিকির, দরুদ, কোরআন তিলাওয়াত হতে পারে। শুধু সিজদাহ করা বা নামাজ নিষিদ্ধ।

সাহাবি উকবা বিন আমের জুহানী রা. বলেন, তিনটি সময়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়। [সুবুলুস সালাম : ১/১১১, মুসলিম : ১/৫৬৮]

news24bd.tv/FA

এই রকম আরও টপিক