আজ শেষ দিনের মতো চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই

ছবি: নিউজ টোয়েন্টিফোর

আজ শেষ দিনের মতো চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই

অনলাইন ডেস্ক

আজ শেষ দিনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।  
সকাল থেকেই মনোনয়নের ব্যাপারে নির্বাচন কর্মকর্তার সিদ্ধান্ত জানতে প্রার্থীরা আসতে শুরু করেন।  

আজ ঢাকা ৪ থেকে ১৮ নং আসন পর্যন্ত বৈধ প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন ঢাকা বিভাগীয় কমিশনার ও  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত সারা দেশে ১৪৩টি আসনে যাচাই-বাছাই শেষে বিভিন্ন অভিযোগে ২৭৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে ২৩টি মনোনয়নপত্র। গত শুক্রবার থেকে শুরু যাচাই-বাছাইয়ের আজ সোমবার শেষ হচ্ছে।

news24bd.tv/আইএএম