ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহী নিহত

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহী নিহত

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপি থেকে সৃষ্ট আগ্নেয়গিরির লাভায় ১১ জন পর্বতারোহী নিহত এবং ১২ জন ব্যক্তি নিরুদ্দেশ হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। দেশটির পশ্চিম সুমাত্রা অঞ্চলে ঘটা এই বিপর্যয়ের সময় সেখানে ৭৫ জন ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ২৬ জনকে উদ্ধার করা যায়নি।  

রোববারের এই অগ্নুৎপাতের সময় অঞ্চলটির আকাশে ঘন ছাই এবং রাস্তাঘাটের ওপরে জমে থাকা ভস্ম দেখা গেছে। সোমবার পর্বতটিতে আরও একটি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে, যার ফলে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারকাজ বন্ধ করে দিতে বাধ্য হন।

 

ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাত নিয়ে গবেষণাকারী সংস্থার মতে, দেশ প্রশান্ত মহাসাগরে বিদ্যমান রিং অব ফায়ারের ওপরে অবস্থিত। দেশটিতে মোট ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি আছে, যার মধ্যে ২ হাজার ৮৯১ মিটার উচ্চতার মাউন্ট মারাপি একটি।

দেশটির সরকার মাউন্ট মারাপিকে বর্তমানে দ্বিতীয় ধাপের সতর্কাবস্থায় রেখেছে। এটি সুমাত্রা অঞ্চলের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি।

১৯৭৯ সালে মাউন্ট মারাপি থেকে ইতিহাসের সবচেয়ে ভয়ানক অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে, যার ফলে ৬০ জন ব্যক্তি প্রাণ হারান।  

news24bd.tv/ab