ফিলিস্তিন জুড়ে লাশের বহর

সংগৃহীত ছবি

ফিলিস্তিন জুড়ে লাশের বহর

রোববার (৩ ডিসেম্বর) রাত ছিল ফিলিস্তিনিদের জন্য এক বীভৎস রাত। শুধু দক্ষিণেই নয় বরং ফিলিস্তিনের কেন্দ্রীয় এবং উত্তরাঞ্চলেও লাশের মিছিল চলেছে গত রাতে। সঙ্গে সঙ্গে শনিবার (২ ডিসেম্বর) থেকে মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৮০০-তে।  

ফিলিস্তিনের রাফা অঞ্চলের আল-জানিনা এলাকায় চারটি বাড়ি এবং একটি উদ্বাস্তু শিবিরকে সম্পূর্ণভাবে ধূলায় মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

এ ঘটনায় ৩৫ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছে।  

সবচেয়ে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছে কেন্দ্রীয় খান ইউনিস অঞ্চলে। এখানে একটি বাণিজ্যিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রতিষ্ঠানটি এমন একটি এলাকায় অবস্থিত যেটির সুরক্ষিত থাকার কথা ছিল এবং যেখানে গত দুই দিনে শত শত মানুষ আশ্রয় গ্রহণ করেছে।

ভবনটিকে  পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভবনটির আশেপাশের সমগ্র এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।  

খান ইউনিস এলাকার পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনী ট্যাংক এবং সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করতে শুরু করেছে। সেখানে একটি পরিবার নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাদের ভবনকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে এবং পুরোপুরি ধ্বংস করে দেয়।  

news24bd.tv/ab

এই রকম আরও টপিক