বহুমূল্যের সীমানা পিলার রহস্য, ৪ প্রতারককে গ্রেপ্তার ডিবির

ডিবি প্রধান হারুন অর রশীদ।

বহুমূল্যের সীমানা পিলার রহস্য, ৪ প্রতারককে গ্রেপ্তার ডিবির

নিজস্ব প্রতিবেদক

প্রত্নতত্ত্ব ও প্রাচীন সীমানা পিলার অধিক টাকায় কেনাবেচার লোভ দেখিয়ে প্রতারণা করা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডি‌বি।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে মিন্টো রো‌ডে ডি‌বি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। তিনি জানান, মূলত সহজ সরল শিল্পপতি, অবসরপ্রাপ্ত সচিব পর্যায়ের ব্যক্তিদের টার্গেট ক‌রে ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণা করতো চক্রটি।

তিনি বলেন, প্রতারকরা বিভিন্ন ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা‌দের টার্গেট ক‌রে তা‌দের কাছে যায়।

সেখানে গি‌য়ে নিজেদের মধ্যে কয়েকটি গ্রুপ ক‌রে টা‌র্গেটকৃত ব্যক্তি‌দের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতি‌য়ে নেয়।

এমন এক ভুক্ত‌ভোগীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল তা‌দের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। এই সময় তা‌দের কাছ থেকে দশ লাখ টাকা, ৩২‌টি চেক, প্রাচীন সীমানা পিলার ও কয়েন উদ্ধার করা হয়।

news24bd.tv/FA