ঘরেই বানিয়ে ফেলুন লেমন বাটার গার্লিক ফিশ, রইলো রেসিপি 

সংগৃহীত ছবি

ঘরেই বানিয়ে ফেলুন লেমন বাটার গার্লিক ফিশ, রইলো রেসিপি 

অনলাইন ডেস্ক

অনেকেই আছেন মাছ পছন্দ করেন না। তাদের জন্য রইলো নতুন এক মাছের আইটেম। বাড়িতেই খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন লেমন বাটার গার্লিক ফিশ। নিম্নে রইলো রেসিপি।

উপকরণ:

ভেটকির ফিলে: ৫টি (মোটা করে কাটা)

মাখন: ৩ টেবিল চামচ

ময়দা: ৪ টেবিল চামচ

লেবুর রস: ২ টেবিল চামচ

পার্সলে কুচি: ২ টেবিল চামচ

রসুন কুচি: ১ টেবিল চামচ

চিলি ফ্লেক্স: ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ টেবিল চামচ

লবণ: স্বাদমতো

তেল: ৩ টেবিল চামচ

প্রণালী:

ভেটকি মাছের টুকরোগুলিতে নুন, লেবুর রস ও গোলমরিচের গুঁড়ো মাখিয়ে মিনিট ১৫ রেখে দিন। এবার একটি থালা ময়দা ছড়িয়ে নিয়ে মাছের টুকরোগুলির গায়ে ময়দা মাখিয়ে নিন। ননস্টিক পাত্রে তেল গরম করে মাছের টুকরোগুলি ভেজে নিন। খুব বেশি লালচে করবেন না।

এবার একটি প্যানে মাখন গরম করে তাতে রসুন কুচি ফোড়ন দিন। এক চামচ ময়দা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। কয়েক মিনিট পর একে একে লেবুর রস, লবণ, চিলি ফ্লেক্স, পার্সলে কুচি মিশিয়ে দিন। সস্ তৈরি হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার একটি পাত্রে মাছের টুকরোগুলি সাজিয়ে উপর থেকে সস্‌টি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল বাটার গার্লিক ফিশ। এবার গরম গরম পরিবেশন করুন।  

news24bd.tv/TR   

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর