স্বামী-স্ত্রীর সব কথা কি বলা যায়, ওসি-ইউএনও বদলীর বিষয়ে ইসি আলমগীর

সংগৃহীত ছবি

স্বামী-স্ত্রীর সব কথা কি বলা যায়, ওসি-ইউএনও বদলীর বিষয়ে ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

‘সব কথা তো বলা যাবে না। স্বামী স্ত্রীর সব কথা কি বলা যায়?’ ইউএনও-ওসিদের বদলিজনিত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

সোমবার (৪ ডিসেম্বর) নেত্রকোণায় নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে গিয়ে সেখানে বক্তব্য রাখেন কমিশনার মো. আলমগীর। তিনি জানান, ওসি ইউএনওদের বদলি অচিরেই কার্যকর হবে।

তিনি বলেন, বিগত প্রত্যেক নির্বাচনেই সেনাবাহিনী ছিলো। এবারও থাকবে এমন সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্বাচন কমিশনের বদলির নির্দেশের পর প্রথম ধাপে যাদের বদলি করা হবে তাদের প্রাথমিক তালিকা করেছে কর্তৃপক্ষ।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, জেলা কর্মকর্তাদের তৈরি তালিকায় ২০৭ জন ইউএনও ও ৩২৬ জন ওসির নাম রয়েছে।

এদিকে, সোমবার (৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের পাঠানো ৪৭ ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক