অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার পর এবার দলটির নিবন্ধন বাতিলের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার (১২ মে) বৈঠক করে পাঁচ সদস্যের কমিশনের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ইসি কর্মকর্তারা বলছেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় মূলত দলটির আর কোনো কার্যক্রম নেই। প্রথম কয়েক সারির নেতারা পালিয়ে দেশের বাইরে। দেশের ভেতরেও অনেকে গা ঢাকা দিয়ে রয়েছেন। এই অবস্থায় দলটি সব কার্যালয় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। আইনে কোনো নিবন্ধিত দলের কেন্দ্রীয় কার্যালয় সক্রিয় না থাকলেও নিবন্ধন বাতিল করার কথা বলা আছে। রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ (বিলুপ্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউ) এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয়...
যে আইনে বাতিল হতে পারে আওয়ামী লীগের নিবন্ধন
অনলাইন ডেস্ক

আ. লীগের সাবেক এমপিসহ ৭ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্যসহ সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। সাতজনের মধ্যে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও আছেন। গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার (৪৫), দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মতি (৫৫), গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর পরিচালক ও শেখ হাসিনার সহকারী প্রেসসচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার (৩৫), দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রবিউল ইসলাম, নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক...
‘আ. লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে হতে পারতো’
লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা এ বাংলাদেশে দুঃশাসন দুর্নীতি ও ফ্যাসিবাদ তৈরি করেছিল, গুম খুন ও গণহত্যা করেছে অবশ্যই তাদের বিচার করতে হবে। তিনি বলেন, ধারাবাহিকভাবে ৯৬ ও বিগত ১৬/১৭ বছর হাসিনা এবং আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে তার বিচারও নিশ্চিত করতে হবে। একইসঙ্গে আইন ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। সেইসাথে বিচার খুব দ্রুত করতে সরকারের প্রতি আহ্বান জানান এ্যানি। তিনি আরও বলেন, ঘুরে ফিরে সরকার বিএনপি ও গণমানুষের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে এ জন্য আন্তরিকভাবে সরকারকে ধন্যবাদ। রোববার (১১ মে) সকালে লক্ষ্মীপুর সদরের হাজির পাড়ায় দলীয় ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন এ্যানি। শাহবাগে আন্দোলন ও গত কয়েকদিনের আলোচনা নিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, এ সরকার...
সম্প্রদায়ের নামে রাজনীতি ও কাঁদা ছোড়াছুড়ি বন্ধ না হলে দেশে শান্তি আসবে না: রিজভী
অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সম্প্রদায়ের নামে রাজনীতি ও কাঁদা ছোড়াছুড়ি বন্ধ না হলে দেশে শান্তি আসবে না। আজ রোববার (১১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গৌতম বুদ্ধের অহিংসার বাণী ধারণ করলে বাংলাদেশে সহিংসতা, হত্যা ও দমন-পীড়ন দেখা যেত না। তিনি আরও বলেন, সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে বাংলাদেশে। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর নেই। বাংলাদেশের বিরুদ্ধে যারা সাম্প্রদায়িকতার ন্যারেটিভ তৈরি করে তারা কখনও এ দেশের বন্ধু হতে পারে না। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের বাণী যদি ধারণ করতাম, তবে হানাহানি থাকতো না। বেআইনিভাবে ক্ষমতায় থাকার লোভে মানুষ মারা হতো না। রিজভী বলেন, ফ্যাসিবাদের পলায়নের পর, যে সরকার এসেছে তারা...