তীব্র তাপদাহে চুয়াডাঙ্গার জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। রোদের তীব্রতায় সড়কের পিচ গলে যাচ্ছে। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। তীব্র তাপ আর ভ্যাপসা গরমে স্বস্তি মিলছে না কোথাও। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪ শতাংশ বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে। সকাল থেকে রোদের প্রখরতা বাড়ায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল...
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
নিজস্ব প্রতিবেদক

‘তোর মা এখান থেকে না গেলে তোকে খুন করবো’
অনলাইন ডেস্ক

পলাশের স্ত্রী প্রতিদিনই বলতো তোর মা এখান থেকে যায় না কেন? তোর মা এখান থেকে না গেলে তোকে খুন করব। এভাবেই কেঁদে কেঁদে কথাগুলো বলেছিলেন নিহত ছেলে পলাশ সাহার মা আরতী সাহা। তিনি বলেন, ছেলের সংসারে এভাবে আড়াই বছর ধরে অশান্তি চলে আসছিল। পলাশ আমার সাথে কথা বলার সময় এসব কথা জানায়। আমার সাথেই কথা বললেই ফেসবুকে লিখে দেয়- মার সাথে কি কথা বলেছিস, আমাকে বলতে হবে। এভাবেই সংসারে অশান্তি করে আসছিল পলাশের স্ত্রী। চট্টগ্রামে র্যাব-৭ এ কর্মরত সিনিয়র এএসপি পলাশ সাহার মরদেহ গ্রামের বাড়ী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তাড়াশী গ্রামে নেওয়া হলে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। সেসময় পলাশের মা আরো বলেন, তোরা আমার বাবার কাছে নিয়ে যা, আমি আমার বাবাকে একটু দেখবো। কি এমন রাগ করে আমাকে ছেড়ে চলে গেলি! গতকাল বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে র্যাবের পাহারায় একটি...
সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
সাতক্ষীরা প্রতিনিধি

ভারত-পাকিস্তানের সংঘাতের ঘটনায় সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্তজুড়ে সুরক্ষা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৩৩ ব্যাটালিয়ন। সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতি ও সোনাই নদীসহ স্থলভাগের তলুইগাছা, কুশখালী, ভোমরা, লক্ষীদাঁড়ি, খানজিয়া, ঘোনা, গাজীপুর, পদ্মাশাঁখরা, কোমরপুর, বসন্তপুর, দেবহাটা, ভাতশালা, পদ্মশাখরা, ভাদিয়ালী কাকডাঙ্গাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করে সার্বক্ষণিক টহল তৎপরতার জন্য জনবলও বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত পরিস্থিতি মূল্যায়নের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের জোয়ানরা। সাতক্ষীরা সদর দপ্তর ৩৩ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক জানান, ভারত-পাকিস্তানের সংঘাতের ঘটনায়...
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪
ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনসহ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ মে) ভোররাতে তাদের ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কামাল উদ্দিন ছাড়া বাকি গ্রেপ্তাররা হলেন ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার রানা, রাজাপুর ইউনিয়ন ছাত্র লীগ ৮ নং ওয়ার্ডর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং রামনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মো. সোহেল। আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর